চট্টগ্রাম বন্দর বে টার্মিনালে ৮০০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ

Passenger Voice    |    ১১:৫৯ এএম, ২০২৪-০৪-২৫


চট্টগ্রাম বন্দর বে টার্মিনালে ৮০০ কোটি ডলার বিদেশি বিনিয়োগ

দেশের ইতিহাসে সর্ববৃহৎ বিদেশি বিনিয়োগে বে টার্মিনাল নির্মাণ হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। এই বিনিয়োগের পরিমাণ ৮০০ কোটি ডলার (প্রায় ৮৮ হাজার কোটি টাকা)।

বুধবার (২৫ এপ্রিল) দুপুরে বন্দর ভবনের শহীদ ফজলুর রহমান মুন্সী মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। চট্টগ্রাম বন্দরের ১৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মতবিনিময় হয়। সভায় বন্দর চেয়ারম্যান বে টার্মিনালের চারটিসহ বন্দরের ছয়টি নতুন টার্মিনাল নির্মাণ প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। এসব প্রকল্পের কাজ এ বছর শুরু হবে বলে জানিয়েছেন তিনি। 

রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল জানান, চারটি টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ হবে গ্যাস ও তেল খালাসের টার্মিনালে। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে ইস্ট কোস্ট গ্রুপ। এতে ৩৫০ কোটি ডলার বিনিয়োগ হবে।  

বন্দর চেয়ারম্যান বলেন, লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণে সমীক্ষা হয়েছে। সেখানে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এ বছর ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি হবে। সরকারি অনুমোদন পাওয়ার পর বাংলাদেশের প্রথম গভীর সমুদ্রবন্দরের টার্মিনালের মাঠ পর্যায়ের নির্মাণকাজ শিগগির শুরু হবে। গভীর সমুদ্রবন্দরে বড় জাহাজ ভেড়ানো যাবে।

মতবিনিময় সভায় জানানো হয়, ১৮৮৭ সালে পোর্ট কমিশনারস আইন প্রণয়ন হয়। পরের বছর ১৮৮৮ সালের ২৫ এপ্রিল থেকে তা কার্যকর হয়। তখন থেকেই চট্টগ্রাম বন্দরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এজন্য প্রতিবছর ২৫ এপ্রিল বন্দর দিবস হিসেবে পালন হয়ে আসছে।

প্যা/ভ/ম